শপিং কমপ্লেক্স ও সেন্ট্রাল প্লাজায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম প্রতিনিদি) Channel 4TV : অতিরিক্ত মুনাফা আদায় থেকে বিরত থাকতে নগরীর শপিং কমপ্লেক্স ও সেন্ট্রাল প্লাজার দোকানিদের সতর্ক করলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।বুধবার (০৭জুন) বেলা ১১টার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে প্রাথমিকভাবে সতর্ক করেন। ঈদকে সামনে রেখে কাপড়ের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে দোকানিদের সতর্ক করা হয়েছে পাশাপাশি অতিরিক্ত মুনাফা আদায় করা হচ্ছে এমন প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।